আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4116

যাকাত

প্রকাশকাল: 7 মে 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার এক বোনের এক ছেলে ও দুই মেয়ে। বড় মেয়ে বিবাহিত। ছোট মেয়ে অনার্সে পড়ে। বোনের স্বামী অসুস্থ হওয়ায় একমাত্র ছেলে সংসার দেখভালের দায়িত্ব নেয় এবং সকল সম্পদ নিজ অধিকারে নেয়। বোনের স্বামীর ৭/৮ বিঘা কৃষি জমি আছে। ঐ ছেলে বর্তমানে তার মা-বাবা ও বোনদের উপর চরম অত্যাচার করে। কারো কোন ভরণ পোষণের খরচ দিতে চায় না। যেমন- তার মায়ের চিকিৎসা, পোষাক দেয় না। তার অবিবাহিত বোনের লেখাপড়ার খরচ যৎসামান্য দেয় যা দিয়ে মোটেও চলা যায় না। এমতাবস্থায় আমার বোনের চিকিৎসা, পোষাক ও তার ছোট মেয়ের চিকিৎসা, পোষাক ও লেখাপড়ার খরচ বাবদ যাকাতের টাকা দেয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাবে।