কম বয়সী হাফেজরদের পিছনে সুন্নাত সালাত আদায় করা যায়। দেখুন হাফেজ হওয়া অর্থ হলো কুরআন আরবীতে মুখস্থ করা। একজন মানুষের শুধু কুরআন আরবীতে মুখস্থ করাই দাওয়াতের জন্য আদৌ যথেষ্ট নয়। মানুষের সাথে ব্যবহার কিভাবে করতে হবে, বিপদ-আপদে কী করতে হবে, বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতা অর্জন, ইহলৌকিক ও পরলৌকিক প্রয়োজনীয় জ্ঞান অর্জন, এগুলো দাওয়াত দিতে হলে প্রয়োজন। আর শিশু বয়সে এগুলো অসম্ভব। মুখস্ত করে কুরআন পড়তে একজন শিশুর কোন সমস্যা নেই। সুতরাং দুটোকে এক করে দেখা চলে না।