As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4078

বিবিধ

প্রকাশকাল: 30 মার্চ 2017

প্রশ্ন

হুজুর আমাদের দেশে অনেকেই 7,8,10বছর বয়সে কুরআনের হাফেজ হয় (আলহামদুলিল্লাহ) এখন আমার প্রশ্ন হল এই সকল হাফেজদের পেছোনে খতম তারাবী পড়ার হুকুম কি? এটা কি ঠিক? আর আপনার উত্তর যদি হয় পড়া যাবে তাহলে আল্লাহ্ কেনো রসুল সঃ এর উপর কুরআন নাযিল করলেন চল্লিশ বছর বয়সে? আল্লাহ্ তো রসুলকে চল্লিশের আগেও কুরআনের ওহী দিতে পারতেন কিন্তু কেনো আল্লাহ্ সেটা করেননি? নিশ্চয়ই এর মধ্যে মানুষের জন্য শিক্ষার বিষয় রয়েছে । যদি একটু বিস্তারিত বলতেন উপকৃত হতাম ।

উত্তর

কম বয়সী হাফেজরদের পিছনে সুন্নাত সালাত আদায় করা যায়। দেখুন হাফেজ হওয়া অর্থ হলো কুরআন আরবীতে মুখস্থ করা। একজন মানুষের শুধু কুরআন আরবীতে মুখস্থ করাই দাওয়াতের জন্য আদৌ যথেষ্ট নয়। মানুষের সাথে ব্যবহার কিভাবে করতে হবে, বিপদ-আপদে কী করতে হবে, বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতা অর্জন, ইহলৌকিক ও পরলৌকিক প্রয়োজনীয় জ্ঞান অর্জন, এগুলো দাওয়াত দিতে হলে প্রয়োজন। আর শিশু বয়সে এগুলো অসম্ভব। মুখস্ত করে কুরআন পড়তে একজন শিশুর কোন সমস্যা নেই। সুতরাং দুটোকে এক করে দেখা চলে না।