আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4077

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 মার্চ 2017

প্রশ্ন

কোরআন এক কোন সূরার কোন আয়াত তেলওয়াত করলে চাকরি পাওয়া যাবে । ও ঐ আয়ত পাঠের নিয়ম বলবেন তাহলে খুব উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। রিযিকের জন্য এই দুআটি দুই সাজদার মাঝে এবং অন্যান্য সময় বারবার পাঠ করুন। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى এছাড়া কুরআনের এই দুআটিও নামাযে এবং অন্যান্য সময় বেশী বেশী পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং যে কোন প্রয়োজনের জন্য রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় পাঠ করতে থাকুন।