As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4053

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ আমার এক বোন বলছে সে একজন কে ভালবাসে। সেই ছেলেটি ও তাকে ভালবাসে। ছেলেটি মেয়েটির জন্য নামাজ পরছে খুব ভাল করে পড়ছে। পড়া শেষে একটি ভাল চাকুরী করবে দিয়ে মেয়েটিকে বিয়ে করবে। মেয়েটি বলছে সে চেস্টআ করছে ছেলেটির সাথে কথা বলবে না। কিন্তু সে কথা না বলে থাকতে পারছে না। এখন সে বলছে সে কি করবে? মেয়েটি under Ssc te pore.. উওর একটু তারাতারি

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই ধরণের ভালবাসোবাসি হারাম। কথা বলাও নিষিদ্ধ। এই অবস্থায় হয় তাদের বিয়ে দিতে হবে নয়তো এই হারাম সম্পর্ক থেকে সরে আসতে হবে।