As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4052

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জমি যদি অন্য কেউ চাষ করে, আমাকে ধান দেয়। যেমন আমাদের জেলায় এক বিঘা (৩৩শতাংশ) জমিতে প্রতি মৌসুমে ধান দেয় ৬-৭ মন মোটা ধান এ ক্ষেত্রে কি ভাবে ওসর দেব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার যদি মোট ধান ২০ মন মত পান তাহলে উসর দিবেন, শুধু ৬-৭ মনে উসর দেয়া লাগবে না।