As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 394

হালাল হারাম

প্রকাশকাল: 27 ফেব্রু. 2007

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমি সফটওয়্যার প্রোগ্রামার। British American Tobacco (সিগারেট কোম্পানি) এর সফটওয়ারের কিছু কাজের প্রস্তাব পেয়েছি। কাজের ধরন হচ্ছে, সিগারেট তৈরির মেশিনের যাবতীয় স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে একটি কম্পিউটারে জমা হয়। নির্দিষ্ট সময় অন্তর অন্তর, সেই কম্পিউটার থেকে আমার তৈরি সফটওয়ার, তথ্য সংগ্রহকরে অন্য একটি স্থানে রাখবে। সেই ক্ষেত্রে আমার কি উক্ত সফটওয়ারের ইনকাম হালাল হবে? উল্লেখ্য- আমার সিগারেট কারখানায় যেতে হবে না। ইন্টারনেটের মাধ্যমেই এই কাজটি করতে হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। সাধারণভাবে মেশিন পরিচালনার প্রোগ্রাম তৈরি অবৈধ নয়। তবে যেহেতু প্রোগ্রামটি শুধুই সিগারেট তৈরিতে ব্যবহার হবে সেহেতু এটিতে অংশগ্রহণ না করাই ভাল মনে করছি। আল্লাহ আপনার হালাল ইনকামে বরকত দান করুণ।