As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 391
মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: পরিচিত একজন, জলদি বিয়ে হওয়ার জন্যে আমল করেন ইয়া ফাত্তাহ্ নামাযের শেষে পড়েন। এটা কি সঠিক? জলদি,বিয়ে হওয়ার জন্যে কোনও আমল আছে কি?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 391

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: পরিচিত একজন, জলদি বিয়ে হওয়ার জন্যে আমল করেন ইয়া ফাত্তাহ্ নামাযের শেষে পড়েন। এটা কি সঠিক? জলদি,বিয়ে হওয়ার জন্যে কোনও আমল আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইয়া ফাত্তাহ বলে জিকির বা দুআ করার ব্যাপারে কোন হাদীস নেই, তবে আল্লাহ তায়ালার যে কোন নাম দ্বারা জিকির বা দুআ করা জায়েজ। দ্রুত বিবাহের জন্য রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দুআ দুটিও বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا