স্যার, আমি আপনের রাহে বেলায়েত, এহায়েয়াউস শুনান বইদুটি পড়েছি এবং youtube এ আপনের সকল presentation দেখেছি। আমার জীবন পরিবর্ত ন হয়েছে, আমের দুইটি প্রশ্ন আছে,
১- একাকি ফরজ নামাজ পড়ার সময় দুআ মাসুরা পড়ার পর আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কি?
২- একাকী ফরজ নামাজ পড়ার পর হাত তুলে মোনাজাত করা যাবে কী?
৩-তাহাজ্জত নামাজ এ সালাম ফিরানোর পর হাত তুলে মোনাজাত করা যাবে কী?
৪- দুনিয়ার কোন সমস্যার জন্য আল্লাহর কাছে কীভাবে চাইবো? ফরজ নামাজে সালাম ফিরানোর আগে নাকি তাহাজ্জুদ নামাজে?