ওয়া আলাইকুমুস সালাম। বিবাহপূর্ব সম্পর্ক ইসলামে হারাম। আর আপনি হারাম জানার পরও এইং কাজে লিপ্ত থাকবেন এটা খুবই অন্যায়। আপনি বিয়ে করে নিতে পারেন। অন্যথায় মোবাইল পরিবর্তন করুন, ঐ মেয়ের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিন। এ ব্যাপারে শক্ত সিদ্ধান্ত গ্রহন করুন। আল্লাহ তায়াল কুরআনে বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য পথ খুলে দিবেন। সূরা ত্বলাক, আয়াত ২ং। সুতরাং আমরা আশা করি যদি আপনি আল্লাহকে ভয় করে এই গুনাহ থেকে বিরত হন তাহলে আল্লাহ তায়ালা আপনার জন্য কোন কল্যানকর পথের ব্যবস্থা করে দিবেন । আল্লাহর কাছে গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য দুআ করুন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনাকে সবধরনের গুনাহর কাজ থেকে বিরত থাকার তাওফীক দিন।