As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 366

আখিরাত

প্রকাশকাল: 30 Jan 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। ছেলে ও মেয়ের অবৈধ সম্পর্কের এক পর্যায় একটা ছেলে সন্তান জন্ম নেয়। পরে তারা বিবাহ করে। এখন এই ছেলে কি জারয সন্তান হবে তাদের বিবাহের পরও?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেয়া সন্তানের নসব অর্থাৎ বংশ তার পিতার (যার ঔরসে জন্ম) থেকে সাব্যস্ত হবে না । জারজ হিসাবেই সাব্যস্ত হবে। তবে একটা কথা মনে রাখতে হবে এখানে অপরাধ বাবা-মায়ের, সন্তানের কোন অপরাধ নেই, তাই সন্তানকে কোন প্রকারের হেয় করা যাবে না। রাসূলুল্লাহ সা. বলেছেন, : أَيُّمَا رَجُلٍ عَاهَرَ بِحُرَّةٍ أَوْ أَمَةٍ فَالوَلَدُ وَلَدُ زِنَا لاَ يَرِثُ وَلاَ يُورَثُ. যখন কোন লোক কোন স্বাধীন মহিলা কিংবা বাদীর সাথে ব্যভিচার করে তাহলে সে সন্তান হবে ব্যভিচারের সন্তান… । সুনানু তিরমিযী, হাদীস নং ২১১৩। শায়খ আলবানী রহ. বলেছেন, হাদীসটি সহীহ।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।