আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 365

বিবিধ

প্রকাশকাল: 29 জানু. 2007

প্রশ্ন

মুহতারামঃ আসসালামুআলাইকুম। আমার প্রশ্নঃ দামাত বারাকাতুহুম এর মানে কি? কোন আলেম বা অন্য কাউকে (দাঃ বাঃ) দামাত বারাকাতুহুম বলা জায়েজ হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। দামাত বারাকাতুহুম অর্থ হলো তার বরকত অব্যহত থাকুক। কথাটি বলা অবৈধ নয়। তবে এরূপ বলা সুন্নাতও নয়। আমাদের উচিত আমাদের মন, রুচি, ভক্তি, দুআ সবকিছুকে সুন্নাতের অনুগত করা। সাহাবী-তাবিয়ীগণ তাদের উস্তাদ ও বুজুর্গদের ক্ষেত্রে কখনোই এরূপ দুআ ব্যবহার করতেন না। তাঁরা রহমত, মাগফিরাত, তাওফীক ইত্যাদির দুআ করতেন। মৃত ও জীবিত উভয় প্রকারের বুজুর্গের ক্ষেত্রেই রাহিমাহুল্লাহ, গাফারাল্লাহু লাহু, রাদিয়া আনহু। এছাড়া হফিযাহুল্লাহ, ওয়াফ্ফাকাহুল্লাহ, ইত্যাদি দুআ করা যেতে পারে। অনেক সময় বহুল প্রচলনের কারণে আমাদের মনে হয় দামাত বারাকাতুহুম না বলে মাসনুন দুআ বললে আদব কম হলো। আর এরূপ চিন্তাই বিদআতের রাজপথ।