As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 352

বিবাহ-তালাক

প্রকাশকাল: 16 Jan 2007

প্রশ্ন

বিবাহের সুননাত পধতি টি জানতে চাই। বিশেষ করে বিয়ে পরানোর পধতি ।

উত্তর

দু’জন পুরুষ সাক্ষী কিংবা একজন পুরুষ আর দুইজন মহিলার সাক্ষীর উপস্থিতিতে বিবাহ পড়াতে হবে। সাক্ষীগন দেখবেন বর ও কনে বিবাহে সম্মত কিনা। কনের কাছে তারা সরাসরি জিজ্ঞসা করবে অথবা কনের পক্ষ থেকে কোন উকিল (প্রতিনিধি) আসলে তার কাছে থেকেও জেনে নিতে পারবে। এরপর বিবাহের খুৎবা দিতে হবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।