As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 353

প্রকাশকাল: 17 জানু. 2007

প্রশ্ন

☯ আপনার রচিত হাদিসের নামে জালিয়াতি ☯মাসিক আলকাউসারের তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক রচিত প্রচলিত ভূল
☯ফুরফুরার পীর আল্লামা আবু জাফর সিদ্দিকি (রাহ) রচিত এবং আপনার তাহকিক কৃত আল মাউযূয়াত
☯তাওহিদ পাবলিকেশন প্রকাশিত; যঈফ ও জাল হাদিস সিরিজ;তাহকিক সূনান ইবনে মাজাহ বই গুলোতে যেসকল হাদিস সমূহকে জাল বা যঈফ বলা হয়েছে এবং
☯ মোহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ) তিরমিযী শরিফ, মেশকাত শরিফ ও আবূদাউদ শরিফ তাহ্বক্বিক করে যেসকল হাদিসকে জাল বা যঈফ বলেছেন, সে হাদিস সমূহকে নিশ্চিন্তে জাল বা যঈফ বলা যাবে কি? আমরা কি নিশ্বিন্তে এসব হাদিস গুলুকে বর্জন করতে পারি?

উত্তর

যে হাদীসগুলোকে এই কিতাবগুলোর প্রতিটিতেই জাল বা যয়ীফ বলা হয়েছে সেগুলো নিশ্চিতভাবেই আপনি জাল বা যয়ীফ বলতে পারেন। আর যে হাদীসগুলোর বিষয়ে মতবিরোধ আছে সেগুলোকে আপনি নিজে আমল করার ক্ষেত্রে জাল বা যয়ীফ বলেই মনে করবেন তবে অন্য কাউকে বলতে যাবেন না যে, এগুলো জাল বা যয়ীফ।