আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3447

তাওহীদ

প্রকাশকাল: 8 জুলাই 2015

প্রশ্ন

আল্লাহ তাআলা কি সর্বত্র বিরাজমান কিনা দয়া করে জানাবেন এবং আল্লাহ তাআলার আকার আছে কি না? না আল্লাহ তো নিরাকার দলিল সহকারে উত্তর চাই?

উত্তর

না, আল্লাহ তায়ালা সর্বত্র বিরাজ নয়। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ অর্থ: আল্লাহ তিনি, যিনি আকাশ, পৃথিবী এবং এই দুটির মাঝে যা আছে তা ৬দিনে সৃষ্টি করেছেন, এরপর আরশের উপরে ইসতিও গ্রহন করেছেন। সূরা সাজদাহ, আয়াত ৪ সুতরাং আল্লাহ তায়ালা সর্বত্র বিরাজ এই কথা সঠিক নয়। কুরআনে অন্য একটি আয়াত মহান আল্লাহ বলনে:وَهُوَ اللَّهُ فِي السَّمَاوَاتِ وَفِي الأَرْضِ তিনিই আল্লাহ আসমান সমূহরে মধ্যে এবং পৃথীবিতে। সূরা আনআম-৩। সাধারণত এ আয়াতরে ভুল অর্থ বা ব্যাখ্যা করে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথা বলা হয়। আল্লাহ তায়ালা নিরাকার নন। আল্লাহ তায়ালা কুরআনে বলেন, وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ * إِلَى رَبِّهَا نَاظِرَةٌ সেদিন অনেক মুখমন্ডল উজ্জল হবে। তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামাহঃ ২২-২৩। তবে আল্লাহর আকৃতি কেমন হবে তা আমাদের জ্ঞানের বাইরে।