আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3446

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 7 জুলাই 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে,নিম্নোক্ত হাদিসটি কি প্রকৃতপক্ষেই সহিহ?কোনো স্কলার কি এই হাদিসটি জয়িফ বলেছেন?যদি বলে থাকেন,তাহলে উনাদের নামসহ একটু বিস্তারিত জানাবেন প্লিজ। জাযাকাল্লাহু খাইরান। حدثنا عثمان بن أبي شيبة، حدثنا كثير بن هشام، حدثنا المسعودي، عن سعيد بن أبي بردة، عن أبيه، عن أبي موسى، قال قال رسول الله صلى الله عليه وسلم أمتي هذه أمة مرحومة ليس عليها عذاب في الآخرة عذابها في الدنيا الفتن والزلازل والقتل আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার এ উম্মাত দয়াপ্রাপ্ত, পরকালে এদের কোন শাস্তি হবে না, আর ইহকালে তাদের শাস্তি হলো ফিত্বনাসমূহ, ভূমিকম্প ও যুদ্ধবিগ্রহ। সুনানে আবু দাউদ, হাদিস নং ৪২৭৮ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইবনে আসকালানী রহি. হাদীসটিকে হাসান বলেছেন, ইমাম হাকেম, জাহাবী এবং শায়খ আলবানী রহি. হাদীসটিকে সহীহ বলেছেন, শায়খ শুয়াইব আরনাউত জয়িফ বলেছেন, সুনানু আবু দাউদের টিকা দেখুন। হাদীসিটির ব্যখ্যা হলো, রাসূলুল্লাহ সা. কিছু উম্তত এমন থাকবে যাদের গুনাহের কাফফারা দুনিয়াতেই হয়ে যাবে বিভিন্ন ফিৎনাহ, ভূমিকম্প এবং যুদ্ধবিগ্রহের মাধ্যমে। সকল মুসলিমের কাফফারা দুনিয়াতে এভাবে হয়ে যাবে বিষয়টি এমন নয়। নীচের লিংকে বিস্তারিত আছে আরবীতে। https://www.ahlalhdeeth.com/vb/showthread.php?t=218790