As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 341
বর্তমানে আমাদের সমাজে দেখা যায়, সবাই ধনী বা সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, দ্বীনদার মেয়ে খুব কম চায়। কিন্তু আমি দ্বীনদার মেয়ে বিয়ে করতে চাই। আমাকে এমন কোন দোয়া বলতে পারেন যেটা পড়লে দ্বীনদার মেয়ে বিয়ে করতে পারব?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 341

প্রশ্ন

বর্তমানে আমাদের সমাজে দেখা যায়, সবাই ধনী বা সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, দ্বীনদার মেয়ে খুব কম চায়। কিন্তু আমি দ্বীনদার মেয়ে বিয়ে করতে চাই। আমাকে এমন কোন দোয়া বলতে পারেন যেটা পড়লে দ্বীনদার মেয়ে বিয়ে করতে পারব?

উত্তর

আপনি নফল নামাযের সাজদায় এবং অন্যান্য সময় কুরআনে বর্ণিত নিচের দুআ দুটি তেলাওয়াত করতে থাকুন। আমরা দুআ করি আল্লাহ যেন আপনাকে নেক স্ত্রী দান করে। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا১. উচ্চারণ: রব্বানা- হাবলানা- মিন আঝও-জিনা ও যুররিয়্যাতিনা- কুররতা আইনিন ওয়াজ আলনা- লিল মুত্তাক-না ইমামা। সূরা ফুরক্বন-৭৪। অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের কে দান করুন এমন স্ত্রী এবং সন্তান যারা আমাদের চোখের প্রশান্তি হবে। এবং আপনি আমাদেরকে মুত্তকীনদের ইমাম বানিয়ে দিন। رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ২. উচ্চরণ: রব্বানা- আ-তিনা ফিদদুনইয়া হাসানাহ ও ফিল আখিরতে হাসানাহ ও ক্বিনা- আযা-বান না-র।