As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 340
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহ। রাসুল (সা:) এর পিতা মাতা কোন নবীর অনুসরন করেছেন?তারা কি মুসলিম ছিলেন? www.facebook.com/ahanif520

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 340

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহ। রাসুল (সা:) এর পিতা মাতা কোন নবীর অনুসরন করেছেন?তারা কি মুসলিম ছিলেন? www.facebook.com/ahanif520

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দেখূন, একজন মূমিনের জন্য এই সব প্রশ্নের পিছনে পড়া অপ্রয়েজনীও। কুরআন হাদীস নির্দেশিত পথে জীবন পরিচালনা করাই আমাদের কাজ। আর আপনার প্রশ্নের উত্তরে বলছি এই বিষয়ে হাদীসে কিছু বলা নেই।