As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 325

হাদীস

প্রকাশকাল: 20 Dec 2006

প্রশ্ন

জনাবঃ আসসালামুয়ালাইকুম। আমার প্রশ্নঃ ১। ঈসা আ এর সাথে ইমাম মাহাদির দেখা হওয়ার কোন সহিহ হাদিস আছে কিনা । আল্লাহ আপনার উত্তম বদলা দান কারুন,

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।প্রথমত, পশ্চিম দিকে কবে সূর্য উঠবে, দাজ্জাল কবে আসবে, ঈসা আ: এর সঙ্গে ইমাম মাহদীর দেখা হবে কি না এই ধরনের ভবিষ্যতের বিষয়ে চিন্তা-ভাবনা করা একজন মূমিনের জন্য অবান্তর। তবুও আপনার প্রশ্নের উত্তরে বলছি এ বিষয়ে স্পষ্ট কোন কিছু হাদীসে উল্লেখ নেই তবে একটি হাদীসে উল্লেখ আছে রাসূলুল্লাহ সা. বলেছেন, كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ অর্থ: তোমাদের কেমন লাগবে যখন ইবনে মারইয়াম (ইসা আ.) তোমাদের কাছে আসবেন অথচ তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবে? অনেক আলেম বলেন, এখানে তোমাদের ইমাম বলতে ইমাম মাহদীকে বুঝানো হয়েছে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।