আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 324

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 19 ডিসে. 2006

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতু্ল্লাহ। প্রতিবার প্রস্রাব এর পর, ভালভাবেই টিস্যু ব্যবহার করি। কিন্তু এরপরেও প্রায়ই গোপনাঙ্গে প্রস্রাবের ফোটা জমা হয়। এমনকি ৩০/৪০ মিনিট পরেও দেখা যায় যে, গোপনাঙ্গের মুখে সামান্য প্রস্রাব জমা হয়ে আছে। এইসব কারণে নামাজের সমস্যা হয়। মসজিদ থেকে এসে, কাপড় পরিবর্তনের সময় দেখা যায় যে, আন্ডারপ্যান্টে প্রস্রাব এর ফোটা লেগে সামান্য ভিজে গিয়েছে। আমার নামাজ আদায় হল, কি হলনা… এই নিয়ে শংশয়ে থাকি। মাঝে মাঝে এইসব কারণে, একবার অজু করে এসে… আবার অজু করতে হয়। এখন আমার কি করা উচিৎ, প্লিজ একটু জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রথমত এই বিষয়টির সমাধানের জন্য আপনাকে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহন করতে হবে । দ্বিতীয়ত আপনি নামাযের এক থেক দুন্টা পূর্বে প্রস্রাব করবেন এবং নামাযের পূর্বে নতুন পোশাক পরে নামায পড়বেন। কোন কারণে যদি নতুন পোশাক পরতে না পারেন তাহলে পোশাকের উক্ত জায়গাটুকু ধুয়ে নিবেন। এটাও যদি সম্ভব না হয় আর নামাযের জামাত শুরু হয়ে যায় তাহলে আশা করা যায় অল্প প্রস্রাব লাগলে নামাযে কোন সমস্যা হবে না।