As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 322

হালাল হারাম

প্রকাশকাল: 17 ডিসে. 2006

প্রশ্ন

মুহতারাম, আসসালামু আলাইকুম । আমি বাংলাদেশের একটি ইসলামী ব্যাংকে চাকুরী করি । সুদমুক্ত ব্যাংক লেনদেনের নিয়মে পরিচালিত এই ব্যাংকে কিছু অসাধু অফিসারের কারনে সুদের লেনদেন হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাংকের উধ্বতন কর্মকর্তাগণ এই ধরনের সুদ বন্ধের ব্যপারে শিথিলতা প্রদর্শন করে । তারপর সুদের দারা অর্জিত আয় ব্যাংকের মূল আয়ের সাথে একিভুত হয় । যদিও ব্যাংকের সকল পর্যায়ের অফিসারগণ সুদের সাথে সরাসরি জড়িত নয় তবে বিষয়টা কারো অজানা নয় । অর্থাৎ প্রায় সবাই স্বীকার করে যে আমাদের আয়ের সবটুকু সুদ মুক্ত নয় এক্ষেত্রে এই ধরনের ব্যাংকে চাকুরি করা হালাল হবে কি? আর এক্ষেত্রে আমি কি করতে পারি? বিস্তারিত জানালে উপকৃত হব ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।ইসলামী ব্যাংকসমূহে শরয়ী বিধিবিধান মেনে চলার সুযোগ আছে। তাই আপনি আপনার কাছের লেনদেনগুলো সুদমুক্তভাবে করুন। আপনি যদি আপনার কাজের মধ্যে সুদের কোন লেনদেন করেন তাহলে আপনার বেতন হারাম হবে না। আল্লাহ আমদের সবাইকে ইসলামী বিধিবিধান অনুযায়ী চলার তাওফীক দিন।