জামাতে নামায আদায় করা আবশ্যক। সুতরাং ইমাম সাহেব গোনাহগার হলেও তার পিছনেই নামায আদায় করতে হবে যতক্ষন না সে স্পষ্ট কোন শিরকে বা কুফরে না লিপ্ত হোন, যেমন কবরে সিজদা করা। কবরে সিজদা করে এমন লোকের পিছনে নামায পড়া হারাম।আরো জানতে দেখুন আমাদের দেয়া ০০৯০ নং প্রশ্নের উত্তর।