As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 294

নামায

প্রকাশকাল: 19 Nov 2006

প্রশ্ন

আমাদের এলাকার মসজিদের ঈমাম একজন সুন্নি। যার আকিদা হল নবিজী হাজির নাজির্। নবিজী গায়েব জানেন। তিনি নূরের তৈরি এবং ঈদে মিলাদুন্নবী পালন করা বৈধ। এখন প্রশ্ন হল এই ঈমামের পিছনে সালাত আদায় করা যাবে কি?

উত্তর

জামাতে নামায আদায় করা আবশ্যক। সুতরাং ইমাম সাহেব গোনাহগার হলেও তার পিছনেই নামায আদায় করতে হবে যতক্ষন না সে স্পষ্ট কোন শিরকে বা কুফরে না লিপ্ত হোন, যেমন কবরে সিজদা করা। কবরে সিজদা করে এমন লোকের পিছনে নামায পড়া হারাম।আরো জানতে দেখুন আমাদের দেয়া ০০৯০ নং প্রশ্নের উত্তর।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।