As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 285

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 নভে. 2006

প্রশ্ন

আস্সালামুআলাইকুম শায়েখ আমি নামায আদায় করি আবার গান বাজনা শুনি এখন আমার কি নামায হবে |

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গান-বাজনা শুনা কঠিন গুনাহ। গান-বাজনা মানুষকে কাজের প্রতি অমনযোগী করে তোলে এবং ইবাদতের প্রতি অনীহা সৃষ্টি করে। তাই গান-বাজনা শুনা পরিহার করা আবশ্যক তবে এ কারণে নামায হবে না বিষয়টি এরকম নয়। নামায হয়ে যাবে, নামাযের ফরযিয়্যাত আদায় হয়ে যাবে।