As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 284
আস্সালামুআলাইকুম শায়েখ ভালো আছেন | আমি ট্রেণে যাত্রারত অবস্থায় ওযু বা তায়াম্মুম করার ব্যবস্থা না পেলে কি করব | যেমন ফযরের নামায পরতে পারলাম না তাহলে কি যোহরের সাথে একসাথে পরে নেয়া যাবে কি |

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 284

প্রশ্ন

আস্সালামুআলাইকুম শায়েখ ভালো আছেন | আমি ট্রেণে যাত্রারত অবস্থায় ওযু বা তায়াম্মুম করার ব্যবস্থা না পেলে কি করব | যেমন ফযরের নামায পরতে পারলাম না তাহলে কি যোহরের সাথে একসাথে পরে নেয়া যাবে কি |

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুল্লিাহ। দেখুন, যদি অবস্থা এমন হয় যে, আপনি নামাযের সময় ট্রেনে ভ্রমন করবেন তাহলে ট্রেনে উঠার সময় পানি বা মাটি সঙ্গে নিয়ে উঠবেন। আর ট্রেনেও পানির ব্যবস্থা থাকে। আর আপনি পানি বা মাটি সঙ্গে না নিলে বা ট্রেনেও পানির ব্যবস্থা না থাকলে আপনার কাজ হলো ট্রেনের গায়ে অনেক ধূলা-বালি থাকে সেখান থেকে তায়াম্মুম করা। আশা করি আপনি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।