আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 212

বিবাহ-তালাক

প্রকাশকাল: 29 আগস্ট 2006

প্রশ্ন

আজ থেকে তিন বছর পূর্বে ইসমোতারা রানার সাথে পালিয়ে গিয়ে বিয়ে বসে, কয়েক মাস পর পারিবারিকভাবে ও আনুষ্ঠানিকভাবে আবার ইসমোতারাকে নিয়ে যায়। কিছু দিন পর ইসমোতারার মা ও রানার মায়ের মধ্যে ঝগড়া হয়। এরপর রানার মা ইসমোতারাকে তার পিত্রালয়ে পাঠিয়ে দেয়। রানাও কোন খোজ খবর নেয় না। ইসমোতারা নিজের ভরণ পোষন দাবি করে কোর্টে রানার বিরুদ্ধে কেস করে। বর্তমানে কেস চলছে,২ বছরেও কোন রায় হয় নি। এমতাবস্থায় অন্যত্র রিকাত নামের একটি ছেলের সাথে ইসমোতারা বিয়ে বসতে চাচ্ছে। যেহেতু রানার সাথে দীর্ঘ দিন যোগাযোগ নাই, তাই (৪/৫ মাস) Back Date এ রানাকে Divorce দিয়ে (চলতি তারিখে) রিকাতের সাথে বিয়ে রেজিস্ট্রী করে রাখলে (অবশ্য ৪/৫ মাস পরে কবুল পড়ানো হবে) ইসলামী শরীয়াতে বিবাহ হবে কি না?

উত্তর

বিয়ের ক্ষেত্রে ইজাব-কবুল মূল শর্ত। আর তালাকপ্রাপ্তা নারীর ক্ষেত্রে এই ইজাব কবুলটি হতে হবে পূর্বের স্বামী কর্তৃক তালাক দেয়ার তিন মাসিক পর। ব্যাক ডেটে তালাক গ্রহনযোগ্য নয়। রেজিস্ট্রি ইসলামের দৃষ্টিতে জরুরি নয়, তবে নিরাপত্তার জন্য একটি ভাল বিষয়। সুতরাং ইসমোতারার জন্য এখন করণীয় হলো শরীয়ত মোতাবেক তালাক গ্রহন করা এবং তিন মাসিক পর ইজাব কবুলের মাধ্যমে অন্য কারো সাথে বিয়েতে বসা। ব্যাক ডেটে কিছু করাই মিথ্যা। আর ব্যাক ডেটে তালাক বা বিবাহ অবৈধ।