As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 174

কুরআন

প্রকাশকাল: 22 জুলাই 2006

প্রশ্ন

যারা আরবী জানেনা, মোটামুটি ইন্টার কিংবা অনার্স পর্যন্ত পড়ালেখা করেছে তাদের জন্য কুরআন বুঝার ক্ষেত্রে সবচেয়ে সহজতর কোন তাফসীর গ্রন্থের নাম জানালে খুবই উপকৃত হব।

উত্তর

আপনি কুরআন বুঝার জন্য মুফতী শফী রহ. লিখিত মাওলানা মহিউদ্দিন খান অনূদিত মারেফুল কুরআন, মাওলানা ত্বকী উসমানী লিখিত তাওযীহুল কুরআন এবং সৈয়্যদ কুতুব শহীদ রচিত তাফসীর ফি যিলালিল কুরআন পড়তে পারেন। এই তাফসীরগুলো আমাদের দেশের লাইব্রেরীর সমূহে যাবে।