As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 173

হালাল হারাম

প্রকাশকাল: 21 জুলাই 2006

প্রশ্ন

আমার নিকট আত্মিয় যেমন ফুফু, খালা, মামা ইত্যাদি এদের উপার্জন হালাল না হলে তাদের বাড়ি যাওয়া এবং খাওয়া যাবে কি? না খেলে আবার সম্পর্ক ভাল থেকে না। এখন কোনটা করা উচিত?

উত্তর

তাদের বাড়ি যাওয়া যাবে তবে খাবার হালাল না হলে খাওয়া জায়েজ হবে না। আপনাকে কৌশলে এড়িয়ে যেতে হবে। একান্ত যদি খেতেই হয় তাহলে খাবার পরিমান টাকা-পয়সা দান করার কথা কোন কোন আলেম বলে থাকেন। তাদের বাড়ি যাওয়া যাবে তবে খাবার হালাল না হলে খাওয়া জায়েজ হবে না। আপনাকে কৌশলে এড়িয়ে যেতে হবে। একান্ত যদি খেতেই হয় তাহলে খাবার পরিমান টাকা-পয়সা দান করার কথা কোন কোন আলেম বলে থাকেন।