আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 118

বিবিধ

প্রকাশকাল: 27 মে 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার দীঘ দিন ধরে চাকুরি খুজতে কিন্তু পাচ্ছে না। আর এ কারনে সে বিয়েও করছে না তাকে বাসা থেকে অনেকবার বিয়ের জন্য চাপ দেওয়া হয়েছে কিন্তু সে বিয়ে করে না বলে আগে চাকুরি পেয়ে নি তারপর বিয়ে কিন্তু তার কিছু মেয়ে বন্ধু আছে তাকে যিনার কথা বললে বলে বিয়ের সময় সব বন্ধ করে দিবে এখন আমার প্রশ্ন হল আমার ভাইকে চকুরির ব্যপারে কাউকে ঘুষ দিয়া কি ঠিক হবে কেননা সে তো যিনা ছাড়ছে না আর তার এই চকুরির ব্যাপারে কোনো রকম সাহায্য করা কি ঠিক হবে আর যদি সে ওই ঘুষের টাকা টা চাকুরির পর বিনা সওয়াবের আশায় দান করে দেয় তাহলে কি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। যিনার কাছে যেতেও কুরআনে নিষেধ করা হয়েছে। সুতরাং কোন ভাবেই যিনা বা ব্যাভিচারে লিপ্ত হওয়া যাবে না। ঘুষ নিয়ে চাকরীর বিষয়ে আমাদের দেয়া অন্য প্রশ্নের উত্তর দেখুন। অবৈধ টাকা সওয়াবের আশা না করে গরীবদেরকে দিয়ে দিতে হবে।