আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 117

নামায

প্রকাশকাল: 26 মে 2006

প্রশ্ন

AMAR JUHORER WAQT A JODI NAMAJE KHUBI AGROHO BERE JAI TO ASORER SALATE THIK TAR BIPORIT R AIM TAHAJJOT SALAT NIYOMITO ADAY KORTE CHAI KINTU KONO VABEI PARCHINA,HE KONO SIJDATE AMAR MONER THEKE ONEK KICHUR CHAOAR ACHE SETA ARBITE HOITO AMI JANINA AMI KIVABE CHABO,JEMON AMAR SONSARE KONO SOMOSSA ETA ARBITE AMAR JANA NEI AMI SAJDAI KIVABABE BOLBO JANALE KHUB UPOKRITO HOBO INSALLAH

উত্তর

আপনি মনকে ভাল কাজের উপর দৃঢ় করুন। আর বেশী বেশী দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ, আপনি নিয়মিত নামায আদায় করতে পারবেন। তাহাজ্জুদ সহ অন্যান্য নফল আদায় করাও আপনার জন্য তখন সহজ হয়ে যাবে। সিজদায় কুরআন ও হাদীসে বর্ণিত দোয়া কিংবা কুরআন ও হাদীসে বর্ণিত দোয়ার অর্থের সাথে সাদৃশ্যপূর্ণ যে কোন দোয়া পাঠ করা যায়। আরবী ছাড়া অন্য ভাষা তথা মাতৃভাষায় দোয়া করার ব্যাপারে সামান্য মতভেদ আছে।কোন কোন হানাফী ফিকহার কিতাবে মাকরুহ বলা হয়েছে। কেউ কেউ মাকরুহ তানযীহ বলেছেন আবার কেউ কেউ মাকরুহ তাহরীমা বলেছেন। তবে অধিকাংশ আলেম জায়েজ বলেছেন। এক্ষেত্রে আমাদের উচিৎ হলো কুরআন সুন্নাতে বর্ণিত কোন দোয়া পাঠ করা। আর যদি কুরআন-সুন্নাতে বর্ণিত দোয়ার সাথে সাদৃশ্যপূর্ণ কোন দোয়া সিজদাতে মাতৃভাষায় পাঠ করে তবে আশা করয যায় না-জায়েজ হবে না, জায়েজ হবে। আল্লাহ ভাল জানেন।