As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5669

রোজা

প্রকাশকাল: 7 Aug 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একটা ব্যাপারে কনফিউশনে আছি। আশাকরি আপনাদের থেকে সমাধান পাবো। আমি যদি বাংলাদেশ থেকে সেহরি খেয়ে ভোর ৪ টায় North american x-15 প্লেনে উঠি এবং ২ ঘন্টায় আমেরিকা পৌঁছে যাই! (X-15 ঘন্টায় ৭২০০ কিলোমিটার স্পিডে চলতে সক্ষম।) তাহলে তখন আমেরিকায় রাত ৮ টা বাজবে। আমি কি আমেরিকায় ল্যান্ড করেই ইফতার করে ফেলতে পারবো? সেহরি এবং ইফতার তো সুর্যদয়-সুর্যাস্তের উপর ডিপেন্ড করে। তাহলে কি ২ ঘন্টাতেই আমার রোজা হয়ে যাবে? বিঃদ্রঃ মুসাফিরের উপর রোজা ফরজ নয়। কিন্তু যদি কেউ রোজা টা ভাঙতে না চায়! তাহলে তার ক্ষেত্রে সমাধান টা কি হবে? সেটা জানতে চাচ্ছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি আমেরিকায় নেমেই ইফতার করবেন। যেখানে অবস্থান করবেন সেখানকার অবস্থা বিবেচ্য হবে।