As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5670

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 8 Aug 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একটা হাদিসের তাহকিক সম্পর্কে জানতে চাচ্ছিলাম, রসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ওযুর অঙ্গ যে ব্যক্তি তিন বারের বেশি ধুবে, সে অন্যায় করবে, বাড়াবাড়ি করবে এবং যুলুম করবে। ইবনে মাজাহ, হাদিস-৪২২.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শায়খ আলবানী ও শায়খ শুয়াইব আরনাউত রহি. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। হাদীসটির আরবী পাঠ হলো: عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنِ الْوُضُوءِ؟ فَأَرَاهُ ثَلَاثًا، ثَلَاثًا قَالَ: «هَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ، وَتَعَدَّى، وَظَلَمَ» সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৪২২, মুসনাদু আহমাদ, হাদীস নং ৬৬৮৪।