As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5668

নামায

প্রকাশকাল: 6 Aug 2021

প্রশ্ন

আমার নাক পানির প্রতি সংবেদনশীল, যখনই আমি ওজু করার চেষ্টা করি বা সকালে সতেজ হওয়ার চেষ্টা করি তখনই আমার নাকে পানি লেগে যাওয়ার কারণে সহজেই ঠান্ডা লেগে যায়। (আমার সর্দি লাগার কারণে অনেক কষ্ট হয়, আমার নাক-চোখ দ্রুত পানি পড়তে থাকে) আমি কি ওযুর সময় নাকে পানি পড়া এড়িয়ে যেতে পারি? আমি সময় সময় আলাদাভাবে নাক পরিষ্কার করি।

উত্তর

অসুস্থ হওয়ার ভয়ে নাকে পনি দেয়া এড়িয়ে চললে আশা করি সমস্যা হবে না। হানাফী ফিকহ অনুযায়ী নাকে পানি দেওয়া সুন্নাত, ফরজ নয়।