As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5582

ঈমান

প্রকাশকাল: 12 May 2021

প্রশ্ন

হানাফী মাজহাব এর বই তে আল ইমদাদ রিশালা তে আর হাসস্ত বাহিস্ত তে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রসুলুল্লাহ লা ইল্লাল্লাহ চিস্তি রাসোলুল্লাহ লেখা রয়েছে তো আমার প্রশ্ন কাদিয়ানি রা তাহলে কাফির হিসেবে ঘোষিত হলো কেন?

উত্তর

মুহাম্মাদ সা. এর পরে কোন নবী বা রাসুল এসেছেন বা আসবেন এমন বিশ্বাস যারা করবে তারা নিশ্চিত কাফির, তারা মুসলিম নন। কোথায় কী লেখা আছে ওসব দেখার দরকার নেই। আল্লাহ কুরআনে বলেছেন,

مَا کَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنۡ رِّجَالِکُمۡ وَ لٰکِنۡ رَّسُوۡلَ اللّٰهِ وَ خَاتَمَ النَّبِیّٖنَ ؕ وَ کَانَ اللّٰهُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمًا

মুহাম্মাদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আর আল্লাহ সর্বকিছু সম্পর্কে সর্বজ্ঞ। সূরা আহযাব, আয়াত ৪০। আপনি যে বইয়ের নাম লিখেছেন এই বই সম্পর্কে আমার কিছু জানা নেই। হানাফী মাজহাব কুরআন-হাদীসের উপর সুপ্রতিষ্ঠিত একটি মাজহাব। এই ধরণের বই হানাফী মাজহাব বা ৪ মাজহাবের কোন মাজহাবের বই হতে পারে না।