As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5581

নামায

প্রকাশকাল: 11 May 2021

প্রশ্ন

স্যার, সালাম নিবেন। আমি একজন গর্ভবতী, আমার রুকু ও সিজদা দিতে কষ্ট হয়। এখন আমি কীভাবে নামায পড়ব বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পরিপূর্ণভাবে রুকু সাজদা দিতে কষ্ট হলে আপনার পক্ষে যতটুকু নীচের দিকে মাথা ঝোঁকানো সম্ভব ততটুকু ঝুঁকাবেন। সাজদার সময় একটু বেশী ঝুঁকাবেন। দাঁড়িয়ে কষ্ট হলে বসে নামায আদায় করবেন। মোট কথা যেভাবে আপনার পক্ষে সম্ভব সেভাবে নামায আদায় করবেন।