আমরা ১৫-১৬ বছর বয়সে না বুঝে হঠাৎ করে, এক ঘরে ১৬-১৭ বছর বয়সী ২ জন ছেলের সামনে কবুল ৩ বার বলি মহরও ধার্য হয়েছিল। কিন্তু শুধু এক টাকা শোধ করা হয়েছিল। আমাদের বিবাহ কি শরীয়তের নিয়মে কবুল হয়েছে? দেড় বছর পর কোন একদিনে একসাথে দুইবার তালাক উচ্চারণ করে। তিন দিন পর একটি তালাক দেয়। এখন আমরা পারিবারিক ভাবে বিয়ে করতে চলেছি, ২২ তারিখে। আমাদের এই পিতা মাতার অনুমতিতে শুদ্ধ রূপে নতুন বিবাহ কি করা যাবে? জায়েয হবে? আমাদের ভবিষ্যতের ব্যাপার দয়া করে সঠিক উত্তর দেবেন।