আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5386

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 অক্টো. 2020

প্রশ্ন

আমরা ১৫-১৬ বছর বয়সে না বুঝে হঠাৎ করে, এক ঘরে ১৬-১৭ বছর বয়সী ২ জন ছেলের সামনে কবুল ৩ বার বলি মহরও ধার্য হয়েছিল। কিন্তু শুধু এক টাকা শোধ করা হয়েছিল। আমাদের বিবাহ কি শরীয়তের নিয়মে কবুল হয়েছে? দেড় বছর পর কোন একদিনে একসাথে দুইবার তালাক উচ্চারণ করে। তিন দিন পর একটি তালাক দেয়। এখন আমরা পারিবারিক ভাবে বিয়ে করতে চলেছি, ২২ তারিখে। আমাদের এই পিতা মাতার অনুমতিতে শুদ্ধ রূপে নতুন বিবাহ কি করা যাবে? জায়েয হবে? আমাদের ভবিষ্যতের ব্যাপার দয়া করে সঠিক উত্তর দেবেন।

উত্তর

জ্বী, বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের আলেমদের মতে আপনাদের প্রথম বিবাহ বৈধ ছিল ও পরবর্তী তালাকও পতিত হয়েছে। কারণ তাদের মতে অভিভাবক ছাড়াও প্রাপ্তবয়স্ক মেয়েদের বিবাহ বৈধ। আপনারা এটা জেনে এবং মেনে অভিভাবক ছাড়া বিবাহ করেছেন। সুতরাং এখন যে বিবাহ করতে যাচ্ছেন সেটা শুদ্ধ হবে না, এটা বিবাহ হিসেবে গণ্য হবে না। কারণ তিন তালাকের পর আগের স্বামীর সাথে বিবাহ হবে না। তবে যদি মহিলার অন্য কোথাও বিবাহ হয়, আর সেই স্বামী মারা যায় অথবা তালাক দেয় তাহলে প্রথম স্বামীর সাথে বিবাহ করতে পারে। আর একসাথে দুইবার তালাক বলার সময় দ্বিতীয়বার বলার দ্বারা যদি প্রথমবারকে দৃঢ় করা উদ্দেশ্য হয় তাহলে মোট দুই তালাক হয়েছে বলে গণ্য হবে। শেষবার তালাক বলার পর যদি তিনটি হায়েজ পার হয়ে যায় তাহলে সংসার করতে চাইলে নুতন করে বিবাহ করতে হবে। আর যদি তিনটি হায়েজ পর না হয় তাহলে নতুন করে বিবাহ করার দরকার নেই। (আর আলেমদের একটা বড় অংশ বলেছেন, অভিভাবক ছাড়া মেয়েদের বিবাহ হবে না। সুতরাং একসাথে থাকলে সেটা ব্যভিচার হিসেবে গণ্য। )