As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5385

নামায

প্রকাশকাল: 27 Oct 2020

প্রশ্ন

জামায়াতে সালাত আদায়ের শুরুতে ইমাম তখন আল্লাহু আকবার বলেন তখন কি মুক্তাদিকে আল্লাহু আকবার বলতে হবে। যদি না বলে তাহলে কি নামাজ হবে না

উত্তর

জ্বী, মুক্তাদিদেরকে অবশ্যই আল্লাহু আকবার বলতে হবে। এটা বলা ফরজ। যদি না বলে তাহলে নামায বাতিল হয়ে যাবে।