As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5131

হালাল হারাম

প্রকাশকাল: 16 Feb 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম।আমাদের বাসার নীচ তলায় আশা অফিস ভাড়া দেওয়া। এটা কি জায়েয? অমুসলিমদের বাসা/দোকান ভাড়া দেওয়া কি জায়েয?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।হারাম ব্যবসা বা লেনদেন করলে কিংবা হারাম কাজে ব্যবহার করলে বাসা ভাড়া দেওয়া যাবে না। হারাম কাজে ব্যবহার হলে অমুসলিমদের কাছে বাসা বা দোকান ভাড়া দিতে সমস্যা নেই। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,(ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২। সুদ ভিত্তিক সংস্থার কাছে বাড়ি ভাড়া দেয়া মানে হারাম কর্মে সহযোগিতা করা।