As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5130

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Feb 2020

প্রশ্ন

আস্সালামুআলাইকুম, জনাব আমার প্রশ্ন যদি কোন স্বামী ঝগড়া করে রাগের মাথায় স্ত্রীকে তালাক দেয় আর সেটা স্বামী স্ত্রী ছাড়া তৃতীয় ব্যক্তি না শুনে কথাটা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই থাকে তাহলে কি তালাক হয়ে যাবে? বা ঐ স্বামী স্ত্রী কী আগের মতো একসাথে বসবাস করতে পারবে? দয়া করে জানালে উপকার হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তালাক হয়ে যাবে। তিন তালাক দিলে তারা আর একত্রে থাকতে পারবে না। নতুন করে বিবাহ করেও সংসার করতে পারবে না। আর যদি ১ বা ২ তালাক দেয় তাহলে সংসার করতে পারবে। তবে কখনো কখনো বিবাহের প্রয়োজন হতে পারে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا অতএব যদি সে তাকে (তিন) তালাক দেয় তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে। অতঃপর সে (স্বামী) যদি তাকে তালাক দেয়, তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে, তারা একে অপরের নিকট ফিরে আসবে। [সূরা বাকারা, আয়াত: ২৩০]। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর।