As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5132

হালাল হারাম

প্রকাশকাল: 17 Feb 2020

প্রশ্ন

আসসালমুআলাইকুম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার আয় কি হালাল হবে একজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপজেলার কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, সার বিতরণ, ফসলের নতুন জাতের প্রচলন, কীটনাশকের লাইসেন্স প্রদান, ফসলের রোগ-বালাই দমনের ব্যবস্থা, প্রযুক্তি বিষয়ক সহায়তা, মান সম্মত বীজ উৎপাদনে সহায়তা, কৃষি ঋণ প্রাপ্তিতে সহযোগিতা, কৃষি পণ্য বিপণনে সহায়তা, কৃষি পণ্যের মূল্য সংযোজনে সহযোগিতা, কৃষি পুনর্বাসনে সহায়তা, কৃষিতে ভর্তুকি ও উৎপাদনে সহায়তা, সেচ ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগে করণীয় সম্পর্কে উপদেশ প্রদান ও ইঁদুর নিধন কার্যক্রম পরিচালনাসহ অন্যান্য কৃষি সম্প্রসারণ বিষয়ক কাজ করে থাকেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, হালাল হবে। কাজ হালাল হলে উপার্জন হালাল হয়। তার কাজ হালাল।