যদি আপনার কাছে টাকা থাকে আর আপনি সেই আত্মীয়কে ফেরৎ দিতে চান, কিন্তু সে টাকাটা আপনার কাছে রাখতে বলে, তাহলে আপনার সে তার টাকা আপনার কাছে রেখে দিয়েছে হিসেবে সেই আত্মীয় এই টাকার যাকাত দিবে। আপনি এই টাকার মালিক নন,সুতরাং আপনি যাকাত দিবেন না, যে টাকার মূল মালিক সে যাকাত দিবে। আপনি যদি এখনই ফেরৎ দিতে না চান, পরে ফেরৎ দিতে চান, তবুও সেই আত্মীয় উপর এই টাকার যাকাত আদায় করা ফরজ।