As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5128

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Feb 2020

প্রশ্ন

একটা মুসলিম হয়ে প্রাণীর অথবা মানুষের সুপিস পুতুল বিক্রি করতে পারবো অথবা কি ব্যবসা করতে পারব, এটা কি ইসলামের বৈধ বা হালাল হবে কি,

উত্তর

না, এগুলো বিক্রয়, তৈরী, বা ব্যবাহার করা জায়েজ নয়। রাসূলুল্লাহ সা. এই সম্পর্কে বলেছেন, إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ.কিয়ামতের দিন সবচেয়ে বেশী শাস্থি দেয়া হবে ছবি অংকনকারীদের। সহীহ বুখারী, হাদীস নং ৫৯৫০। এই হাদীসের ভিত্তিতে জীব জন্তু, পশু পাখির কিংবা মানুষের ছবি আঁকা, তোলা, বিক্রি করা কিংবা ঘরে টানানো সবই বড় ধনণের গুনাহ তা বুঝে আসে। এই ধরণের আরো হাদীস বর্ণিত আছে।