আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5127

যাকাত

প্রকাশকাল: 12 ফেব্রু. 2020

প্রশ্ন

আমার এক আত্মীয় কিছু টাকা পাবে আমার থেকে। টাকাটা উনি প্রয়োজনের সময় নিবেন। টাকাটা আমার কাছে আছে এখন এই টাকার উপর কি আমাকে যাকাত দিতে হবে?

উত্তর

যদি আপনার কাছে টাকা থাকে আর আপনি সেই আত্মীয়কে ফেরৎ দিতে চান, কিন্তু সে টাকাটা আপনার কাছে রাখতে বলে, তাহলে আপনার সে তার টাকা আপনার কাছে রেখে দিয়েছে হিসেবে সেই আত্মীয় এই টাকার যাকাত দিবে। আপনি এই টাকার মালিক নন,সুতরাং আপনি যাকাত দিবেন না, যে টাকার মূল মালিক সে যাকাত দিবে। আপনি যদি এখনই ফেরৎ দিতে না চান, পরে ফেরৎ দিতে চান, তবুও সেই আত্মীয় উপর এই টাকার যাকাত আদায় করা ফরজ।