কিছু প্রশ্ন অনেকদিন ধরে মনে মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনমতেই সঠিক উত্তর পাচ্ছি না ৷ আশা করি কোরআন-হাদীসের আলোকে সঠিক উত্তর পাব ৷ কোন প্রশ্ন যদি ভুলকরে করে থাকি তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি ৷
১ – ইসলামে তো বিধবা বিবাহ জায়েজ যতদূর জানি ৷ এখন কথা হচ্ছে কোন বিধবার যদি একাধিক সন্তান থাকে এবং ঐ বিধবা যদি আবারও বিয়ে করে তাহলে ঐসব সন্তান কি বিধবার সাথেই থাকবে নাকি বিধবার মৃত স্বামীর আত্নীয় যেমন বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচীর সাথে থাকবে? আর ঐসব সন্তানদের কে লালন-পালন করবে? এক জায়গায় দেখেছিলাম যে বিধবা নাকি আবার বিয়ে করলে আগের ঘরের সন্তানদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় মানে সন্তানরা বিধবা থেকে আলাদা হয়ে যায় এটা কি ঠিক? আর বিধবা যদি আবার বিয়ে করতে চায় কিন্তু সন্তানরা বাধা দেয় তখন বিধবার করণীয় কি? সে কি ঐসব সন্তানদের সাথে সম্পর্ক ছিন্ন করতে আবার বিযে করতে পারবে? আর সন্তানরা যদি মেনে নেয় তখন বিধবার নতুন স্বামীকে কি তারা বাবা বলে সম্বোধন করবে? আর নতুন স্বামীর এক্ষেত্রে করণীয় কি?
২- স্বামী কি স্ত্রীর আগের ঘরের সন্তানদের ভরনপোষণ দিতে বাধ্য?