As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1343

জাদু-টোনা

প্রকাশকাল: 3 Oct 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার বোনের বিয়ের পর থেকে সে প্রায়ই তার বিয়ে সংক্রান্ত বিষয়ে দুঃস্বপ্ন দেখছে। সে আমাকে জানিয়েছে একই বিষয়ে সে ঘন ঘন দুঃস্বপ্ন দেখছে। আমি নিজেও ওর বিয়ের পর থেকে ওর সংসার জীবন নিয়ে দুঃস্বপ্ন দেখছি নিয়মিত। দুঃস্বপ্ন কাউকে বলতে হয় না বলে আমরা শেয়ার করিনি কী স্বপ্ন দেখছি। আমার বোন বিয়ের পর শারীরিকভাবেও বেশ দুর্বল হয়ে পড়েছে। আমাদের আত্মীয় স্বজনের মাঝে অনেকেই কবিরাজের কাছে গিয়ে জাদুটোনা, তাবিজ করায় অভ্যস্ত। এমন কি হতে পারে কেউ আমার বোনকে জাদুটোনা করেছে? যদি করে থাকে তাহলে আমাদের করণীয় কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাত ঘুমানোর সময় কিছু কুরআন পাঠ করতে করবনে, বিশেষত সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসী। এগুলো পড়ে ঘুমালে আশা করি বাজে স্বপ্ন দেখবেন না। সকাল সন্ধায় এই দুআটিও নিয়মিত পড়বেন, بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ হাদীসে আছে যে ব্যক্তি সকাল সন্ধা এই দুআ তিনবার পাঠ করবে তাকে কোন মুসবত স্পর্শ করতে পারবে না। আর যাদু-টোনা করতে পারে এমন আশংকা থাকলে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়াত বইয়ের ৫৯০-৫৯৭ পর্যন্ত পড়ুন এবং সে অনুযায়ী আমল শুরু করুন। সর্বদা আল্লহর কাছে দুআ করুন। আশা করি আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন।