আসসালামু আলাইকুম। আমাদের এরিয়া তে একটা ওয়াজ মাহফিল হয়। সেইখান এ আমার মা গিয়েছিলেন।তো আম্মু এসে বলতেছেন যে হুজুর নাকি বলছেন কুরআন শরীফ এর যে কভার টা থাকে, মানে কাপড় দিয়ে কভার বানিয়ে কুরআন ঢেকে রাখা হয় ওই কভার টা নাকি প্রতি মাসে ধুইতে হয়,আর কুরআন এর কভার টা অন্য জামাকাপড় এর সাথে ধোয়া যায়না আলাদা ধুইতে হয় এবং যেই পানি দিয়ে ধোয়া হয় ওই পানি ঘরের ভিতর ছিঁটাইলে নাকি ঘরে রহমত হয়! এই টা আমার কাছে একটু কেমন যেন লাগছে কারন আমি এটা জানি যে ঘরে কুরআন পড়া হয় সে ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। কিন্তু হুজুর এর কথা টা সঠিক নাকি জানতে চাচ্ছিলাম। অনুগ্রহ করে জানাবেন।