আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4715

বিবিধ

প্রকাশকাল: 27 ডিসে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমাদের এরিয়া তে একটা ওয়াজ মাহফিল হয়। সেইখান এ আমার মা গিয়েছিলেন।তো আম্মু এসে বলতেছেন যে হুজুর নাকি বলছেন কুরআন শরীফ এর যে কভার টা থাকে, মানে কাপড় দিয়ে কভার বানিয়ে কুরআন ঢেকে রাখা হয় ওই কভার টা নাকি প্রতি মাসে ধুইতে হয়,আর কুরআন এর কভার টা অন্য জামাকাপড় এর সাথে ধোয়া যায়না আলাদা ধুইতে হয় এবং যেই পানি দিয়ে ধোয়া হয় ওই পানি ঘরের ভিতর ছিঁটাইলে নাকি ঘরে রহমত হয়! এই টা আমার কাছে একটু কেমন যেন লাগছে কারন আমি এটা জানি যে ঘরে কুরআন পড়া হয় সে ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। কিন্তু হুজুর এর কথা টা সঠিক নাকি জানতে চাচ্ছিলাম। অনুগ্রহ করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ওয়াজে যা শুনেছেন বিষয়টি সেরকম না। কুরআন মুড়িয়ে রাখা কাপড় যেন ময়লা না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে মাঝে মাঝে পরিস্কার করবে। অন্য কাপড়ের সাথে পরিস্কার করতে কোন সমস্যা নেই। ঐ পানি ঘরে ছিটানো সম্পূর্ণ কুসংস্কার, ছিটানো যাবে না।