As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4714

যিকির দুআ আমল

প্রকাশকাল: 26 Dec 2018

প্রশ্ন

প্রশ্ন – তাহাজ্জুদের পরে মোনাজাত করার অবস্থায় যদি ফযরের ওয়াক্ত হয়ে যায় তাহলে কি মোনাজাত শেষ করতে হবে? নাকি আরো করা যাবে?
প্রশ্ন – আমি একটি শপিং মলে জব করি, যেখান নামাজের জায়গার কোন ব্যবস্থা নেই। তাই এক কর্নারে জায়নামাজ বিছায়ে বসে সালাত আদায় করি। এভাবে কি নামাজ হচ্ছে? অযুর খেত্রে শুধু পা মোজার ওপর থেকে মাসাহ করি যেহেতু অজুর ও ব্যবস্থা নাই। অজু কি হচ্ছে?

উত্তর

ফজরের ওয়াক্ত হয়ে গেলেও মোনাজাত করা যাবে। ওয়াক্ত হওয়ার সাথে মোনাজাতের কোন সস্পর্ক নেই। ২। একটু মোটা মোজা পরবেন, মোটা মোজার উপর মাসেহ করবেন।আর ফরজ নামাায দাঁড়িয়ে পড়বেন।