আমাদের দেশের ওয়াযে ও পুস্তকে বহুল প্রচলিত একটি কথা:
يَكُوْنُ مَعَ الشُّهَدَاءِ مَنْ ذَكَرَ الْمَوْتَ كُلَّ يَوْمٍ عِشْرِيْنَ مَرَّةً
“যে ব্যক্তি মৃত্যুকে প্রতিদিন বিশবার স্মরণ করবে সে শহীদগণের সঙ্গী হবে বা শহীদের মর্যাদা লাভ করবে।”
মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে, এটি সনদবিহীন বানোয়াট কথা।প্রতিদিন ২০ বার মৃত্যুর স্মরণে শাহাদতের মর্যাদা আমাদের দেশের ওয়াযে ও পুস্তকে বহুল প্রচলিত একটি কথা:
يَكُوْنُ مَعَ الشُّهَدَاءِ مَنْ ذَكَرَ الْمَوْتَ كُلَّ يَوْمٍ عِشْرِيْنَ مَرَّةً
“যে ব্যক্তি মৃত্যুকে প্রতিদিন বিশবার স্মরণ করবে সে শহীদগণের সঙ্গী হবে বা শহীদের মর্যাদা লাভ করবে।”
মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে, এটি সনদবিহীন বানোয়াট কথা।1তাহির পাটনী, তাযকিরা, পৃ. ২১৩; শওকানী, আল-ফাওয়াইদ ১/৩৩৬।
—————————————————-
লেখক : ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.।
1 Comment
Azum
জাল হাদিস বানিয়ে শাহাদতকে তারা কত সহজ করেছে সুবাহানআল্লাহ অথচ শাহাদত কত সাধনার আর ত্যাগের বিষয়