As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6371

বিবিধ

প্রকাশকাল: 10 Jul 2023

প্রশ্ন

যাকাত সম্পর্কিত: নগদ অর্থ না থাকলে কতটুকু পরিমাণ স্বর্ণালংকার থাকলে যাকাত দিতে হবে? এবং কত পরিমান?

পিরিয়ড চলাকালীন অবস্থায় পিডিএফ দেখে (আঙ্গুল লেগে যায় স্ক্রিনে) কুরআন প্রাকটিস করা যাবে কি? উল্লেখ্য, আমি অনলাইনে কুরআন শিক্ষা কোর্স করছি। সেখানে পড়া দিতে হয়। এবং হায়েজ চলাকালে মুখস্থ সূরা পড়া যাবে কী?

উত্তর

শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভরি পরিমাণ স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে। চল্লিশ ভাগের একভাগ যাকাত দিতে হবে। টাকা দিয়ে দিলে মোট স্বর্ণের যে মূল্য তার চল্লিশ ভাগের একভাগ যাকাত দিতে হবে। আর পিরিয়ড চলাকালীন কুরআন পড়া যাবে না, প্রাকটিসও করা যাবে না, স্কিনের উপর হাতও রাখা যাবে না, কাগজের কুরআনের উপরও হাত রাখা যাবে না, এটাই বিশুদ্ধ অভিমত।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।